Saturday, August 30, 2025
HomeScrollশ্যুটিং শেষে প্রবল ক্ষুব্ধ রাজামৌলি

শ্যুটিং শেষে প্রবল ক্ষুব্ধ রাজামৌলি

ওয়েব ডেস্ক : এস এস রাজামৌলি, এই নামটা যথেষ্ট। রাজামৌলি মানেই জবরদাস্ত বিগ বাজেটের ছবি। একের একের পর এক মেগা বাজেট ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি। এবার তিনি কাশীর ইতিহাসের প্রেক্ষাপটে ছবি করছেন। সেই সিনেমার শুটিংয়ের জন্যই লোকেশন হিসেবে তিনি বেছে নিয়েছেন ওড়িশাকে। ওড়িশার কোড়াপুটে চলছিল SSMB 29 সিনেমার শ্যুটিং। কাজের ফাঁকে ওড়িশার সর্বোচ্চ শৃঙ্গ দেওমালিতে একাই ট্রেক করতে বেরিয়ে পড়েছিলেন পরিচালক এস এস রাজামৌলি (S. S. Rajamoul)। পাহাড় দেখে বেজায় চটলেন দক্ষিণী পরিচালক।

আরও পড়ুন: সোমলতার কণ্ঠে ‘কিলবিল সোসাইটি’র নতুন গান

ওড়িশায় প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে নতুন সিনেমা ‘SSMB29’ ছবির শুটিং সেরেছেন রাজামৌলি। বিগ বাজেট দক্ষিণী ছবিতে ওড়িশার প্রাকৃতিক সৌন্দর্য দেখলে মুগ্ধ হয়ে পর্যটকরাও ভিড় জমাবেন সেখানে। সেই পরিচালককে কুর্নিশ জানান ওড়িশার মুখ্যমন্ত্রী। কিন্তু এবার রাজমৌলি যে দৃশ্য ক্যামেরাবন্দি করে সোশাল মিডিয়ায় পোস্ট করলেন, তা দেখে নিন্দার ঝড়! ভিডিও পোস্ট করে পরিচালক লেখেন, ‘আবর্জনায় ভরা পথ ভীষণ হতাশাজনক।’ দেখা যাচ্ছে, তিনি রয়েছেন একটি পাহাড়ের একেবারে চূড়ায়। দূরে অপরূপ দৃশ্য দেখা যাচ্ছে। কিন্তু ক্যামেরা নিচের দিকে ঘোরাতেই দেখা গেল, পাহাড়ের যত্রতত্র ছড়িয়ে আছে প্লাস্টিকের বোতল এবং আবর্জনা। পরিচালককেও দেখা যাচ্ছে। রাজামৌলি পরেছিলেন একটি সবুজ রঙের টিশার্ট, প্যান্ট এবং সাদা রঙের স্নিকার্স। রাজামৌলি লিখেছেন, ‘ওড়িশার সর্বোচ্চ এবং সব থেকে মনোরম শৃঙ্গ দেওমালিতে একাকী ট্রেকিং করলাম। সবকিছুর ভীষণ সুন্দর কিন্তু আবর্জনা ভরা এই পথ দেখে মন খারাপ হয়ে গেল।

অন্য খবর দেখুন

Read More

Latest News